শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাভারে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে /

“শারদীয় দুর্গোৎসব ২০২২” কে সামনে রেখে সাভার উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়নে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ন ভাবে উদযাপনের লক্ষে সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির পুলিশের আয়োজনে তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল পূজা উদযাপন কমিটির প্রধানদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেল ৫ টায় ট্যানারি পুলিশ ফাঁড়ির অফিসার ইনর্চাজ রাসেল মোল্লার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম।
শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে যেন অনুষ্ঠিত হয় সেদিকে বিশেষ লক্ষ রেখে পূজা চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা দেখলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করতে অনুরোধ জানান সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির অফিসার ইনর্চাজ রাসেল মোল্লা। সেই সাথে পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা রাখার আহ্বান জানান।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম আজকের পোস্টকে বলেন, দুর্গাপূজা উপলক্ষে নেওয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এখানে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটবে না বা কোন প্রকার বিচ্ছিন্ন ঘটনাও ঘটবে না বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি মণ্ডপে পুরুষ ও মহিলা আনসার সদস্য নিয়োগ করা হবে। পাশাপাশি প্রতিটি মণ্ডপের নিজস্ব ভলান্টিয়ার ফোর্স থাকবে। নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকা জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বরুন ভৌমিক নয়ন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্যসহ পূজা উদযাপন কমিটির প্রধানরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD