ভারতে মহারাষ্ট্রে একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।আজ শনিবার (৮ অক্টোবর) ভোরে মহারাষ্ট্রের নাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ভোর ৫টার দিকে একটি কন্টেইনারকে ধাক্কা দেওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।নাসিকের সহকারী পুলিশ কমিশনার আমূল তাম্বে বলেছেন, বাসটি একটি স্লিপার কোচ। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এ দুর্ঘটনায় নিহতের পরিবারদের পাঁচ লাখ করে টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।প্রতিমন্ত্রী দাদা বোস বলেছেন, আহতদের চিকিৎসার ব্যয় সরকারের পক্ষ থেতে বহন করা হবে।