বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

সঞ্চয় মানুষের ভবিষ্যৎ জীবনে অত্যাবশ্যকীয়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে /

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে পটুয়াখালী জেলায় কার্যরত সব তফসিলি ব্যাংকের সহযোগিতায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড আজ শনিবার (১২ নভেম্বর) জেলার কলাপাড়ায় লিড ব্যাংক হিসেবে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২২ এর আয়োজন করেছে।এ সম্মেলনে সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল জোনাল অফিসের পরিচালক বিষ্ণুপদ কর।অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা ও মর্ডারেটরের দায়িত্ব পালন করেন শাহজালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা।অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. ইকবাল মহসিন এবং যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।অন্যান্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর হেড অব ফাইনান্সিয়াল ইনক্লুশন ও লিড ব্যাংক প্রতিনিধি মো. আশফাকুল হক এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিনিধি মো. নেয়ামত উল্লাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছাত্র-ছাত্রীদেরকে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করেন এবং সঞ্চয় যে ভবিষ্যতে মানুষের জীবনে অত্যাবশ্যকীয় তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাছাড়া শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে যাতে সঞ্চয়ের মানসিকতা তৈরি হয়- এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ব্যাংকিং সেক্টরে ছাত্র-ছাত্রীদের যে উল্লেখযোগ্য পরিমাণ আমানত রয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD