শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

সেমিফাইনালে পরাজয়ের পর মরক্কান-ফরাসি সমর্থকদের সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে /

ফ্রান্সের কাছে বিশ্বকাপের সেমিফাইনালে পরাজয়ের পর মরক্কোর কিছু সমর্থক ফ্রান্স ও বেলজিয়ামে ফরাসি সমর্থকদের সাথে সংঘাতে জড়িয়েছে।
ফ্রান্সের মন্টপেলিয়ারের রাস্তায় মরক্কোর সমর্থকদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়ি চাপায় এক কিশোরের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক গণমাধ্যম দৈনিক ডেইলি মেইল।ডেইলি মেইল বলছে, বুধবার (১৪ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে যাওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংসতায় জড়িয়েছে মরক্কোর সমর্থকরা। এ সময় ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর রুয়ে দে লা মোসনে ভাঙচুরও চালিয়েছে তারা।’রুয়ে দে লা মোসনে শহরের সড়কে একটি গাড়ি থেকে মরক্কান সমর্থকরা ফরাসি পতাকা ছিঁড়ে ফেলার সময় দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ১৪ বছর বয়সী এক কিশোরকে চাপা দেয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় সে। ওই কিশোরও মরক্কান সমর্থক।এদিকে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের দক্ষিণের একটি স্টেশনে ১০০ জনের মতো মরক্কান ভক্ত দাঙ্গা পুলিশের সদস্যদের লক্ষ্য করে পাথর ও আতশবাজি নিক্ষেপ করেছে। পরে পুলিশের সদস্যরা টিয়ার গ্যাস নিক্ষেপ করে মরক্কান সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD