ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির তোয়াক্কা না করে সরকারি রাস্তা কেটে ড্রেনের কাজ চলছে।শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে সরেজমিন জিরাবো সিলভার গার্মেন্টস সংলগ্ন ফুলবাগান রোডে গেলে বিষয়টি নিশ্চিত হয়।স্থানীয় জিয়া দেওয়ান নামের এক ব্যক্তি নিজ উদ্যোগে এই ড্রেনের কাজ করছেন বলে জানা যায়। ঘটনাস্থলে গিয়ে জিয়া দেওয়ানকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তবে তার বাবা আলী নেওয়াজ দেওয়ান এই প্রতিবেদকের কাছে এসে বক্তব্য প্রদান করেন।তিনি জানান, এখানে ড্রেনের অভাবে এলাকাবাসী জলাবদ্ধতায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলো। তাই আমরা ব্যক্তিগত উদ্যোগে নিজেদের অর্থে এই রাস্তার মাঝের অংশটুকুর ড্রেনের কাজ করতে রাস্তা খুড়েছি। আমরা তো মাঝের অংশ খুড়েছি, কিন্তু রাস্তার শুরু এবং শেষের অংশ তো একইভাবে খুড়ে ড্রেনের কাজ হয়েছে তখন তো আর নিয়ম লাগে নাই। আর রাস্তা খুড়তে অনুমতি লাগে সেটা আমার জানা ছিল না।এ ব্যাপারে জানতে চেয়ে মুঠোফোনে স্থানীয় ইউপি সদস্য মোঃ আবুল হোসেনকে কল করলে তিনি জানান, এটা ইউনিয়ন পরিষদের রাস্তা, অথচ তারা আমাদেরকে কোনো প্রকার ‘ইনফর্ম’ না করেই রাস্তা খোড়াখুড়ির কাজ শুরু করেছে। বিষয়টি আমি ইউএনও মহোদয় এবং উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছি। লিখিতভাবে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অভিযোগ জানাবো।সাভার উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য মুঠোফোনে জানান, রাস্তা কাটার বিষয়টি আমি জেনে ওনাকে নিষেধ করলেও তিনি শোনেননি। আর জনগণের প্রয়োজন হলেই তো অনুমতি ছাড়া কেউ যত্রতত্র রাস্তা কাটতে পারেন না। আমরা এইব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।