শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

লাশবাহী দলকে চাপা দিলো ট্রাক, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে /

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে শববাহী দলকে চাপা দিয়েছে একটি ট্রাক। এ ঘটনায় ১৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভি জানিয়েছে, নানচাং কাউন্টিতে শনিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।জিমু নামের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শববাহী একটি দলকে চাপা দিয়েছিল ট্রাকটি।গং নামের স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, নিহতদের মধ্যে তার স্ত্রী রয়েছে। সে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিল।দুর্ঘটনার এক ঘণ্টা পর নানচং কাউন্টি পুলিশ একটি সতর্কবার্তা জারি করেছে। তাতে বলা হয়েছে, ওই এলাকায় ঘন কুয়াশা রয়েছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD