যুক্তরাষ্ট্র ও চীনের সাথে একইসঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বড় চ্যালেঞ্জ হলেও বাংলাদেশ সেটি করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নীতি সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। কোন দেশ কার বিরুদ্ধে কি মনোভাব পোষণ করে তা বিবেচ্য নয়। দুই দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখা হয়েছে।পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুযোগ কেউ হাতছাড়া করতে চাচ্ছে না, যার কারণে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন। এ থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ভবিষ্যতে আরও বেড়ে যাবে।পাশাপাশি অর্থনীতির আকারও বাড়বে মন্তব্য করে তিনি বলেন, চীনের মাধ্যমে রাশিয়ার সাথে বাণিজ্যের একটি পরিকল্পনা ছিল; কিন্তু চীনা মুদ্রার যথেষ্ট মজুত বাংলাদেশে না থাকায় জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।