রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

হিরো আলমের দুটি মনোয়নপত্রই বাতিল ঘোষণা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে /

বগুড়া-৬ আসন (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসনে উপনির্বাচনে অংশ নিতে জমা দিয়েছিলেন মনোনয়নপত্র আলোচিত-সমালোচিত আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।
আজ রোববার (৮ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে হিরো আলমের দুটি মনোয়নপত্রই বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘বগুড়া-৬ আসনে ১৩ জন এবং বগুড়া-৪ আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।’এদিকে, আশাহত হিরো আলম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমে বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে যেভাবে ষড়যন্ত্র করে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল, একইভাবে এবারের উপনির্বাচনেও কোনো কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD