কিশোরগঞ্জে অবৈধ ভাবে প্রকাশ্যে ৩ ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালাচ্ছে প্রভাবশালী মহল। চলছে ফসলী জমির মাটিকাটা উৎসব।অবৈধ ভাবে মাটি কেটে নিচ্ছে ইটভাটায়।দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত মাটি পরিবহনে ভারী ট্রাক ও মাহেন্দ্র ট্রলি ব্যবহারে ইউনিয়ন ও গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্থ। আইন অমান্য করে এমনি কর্মকাণ্ড চলছে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা দানাপাটুলী ইউনিয়নের মাথিয়া পুরুড়া বন্দে ও কিশোরগঞ্জ জেলা বিভিন্ন উপজেলা গুলোতে খেকু দিয়ে এ মাটি কাটছে কিছু প্রভাবশালী মহল মাহেন্দ্র চলাচলে ধুলার কুয়াশায় ডেকে গেছে গোটা এলাকা।সরেজমিনে দেখা যায়, এই রাস্তায় প্রতিদিন মাহেন্দ্র চলাচল করে এলাকায় ধুলা-বালুতে আচ্ছন্ন হয়, এতে করে যাতায়াতে নানা শ্রেণির মানুষের শ্বাসকষ্টসহ নানা রোগের সৃষ্টি হচ্ছে। বাড়ছে জনমনে ক্ষোভ।এলাকাবাসী সুত্রে জানা যায় বিভিন্ন ইউনিয়নে ফসলী জমি থেকে খেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ীরা। ফসলী জমি থেকে মাটি কাটার ফলে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে । এবং স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে হাজার হাজার মানুষ এ ধুলার কারণে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারে না। কোমলমতি শিক্ষার্থীরা ও বেশির ভাগ শিশু অসুস্থ্য হয়ে পরছে।এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ রাকিবুল ইসলামকে মুঠো ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।