শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবির দুইজন সদস্য নিহত

গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৮৩৩ বার পড়া হয়েছে /

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবির ২ সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত দুজনই বিজিবি’র ল্যান্স নায়েক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) সকালে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারাংপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যেরা হলেন ল্যান্স নায়েক জুবায়ের (৩৪) ও ল্যান্স নায়েক আবু সাঈদ (৩৫)। তারা বিজিবির রাজশাহী ৫৩ ব্যাটালিয়নের সদস্য।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হতাহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পাঠিয়েছে।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বিজিবির নিজস্ব গাড়ি রাজশাহী গামী চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। গাড়িটি গোদাগাড়ী সরকারি কলেজের পাশে সারাংপুর এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে।
এতে বিজিবির গাড়ীটি রাস্তার মধ্যে ছিটকে পড়লে ঘটনাস্থলে ল্যান্স নায়েক জুবায়ের মারা যান। এরপর হাসপাতালে নেওয়ার পথে ল্যান্স নায়েক আবু সাঈদ মারা যান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD