রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

কাজিপুরে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব অর্জনের ৭১ বছর পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিনু, কাজিপুর, (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৯৮০ বার পড়া হয়েছে /

সিরাজগঞ্জ  কাজিপুরেঐতিহ্য, গৌরব, সংগ্রামে অর্জনের গনমানুষের পাশে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ বছর পদার্পন উপলক্ষে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়নমূলক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ও
জাতীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখ পাত্র, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করে, আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জিএম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান তালুকদার, প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সহ প্রচার সম্পাদক শওকত আকবর।

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক সরোয়ার হোসেন।

উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, সাবেক সহ সম্পাদক সোহাগ সরকার।

প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, সহ সকল নেত্রী বৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ও বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা আব্দুল মুত্তালিব।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD