মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশবাসী ও বিওমানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিডনীরোগে অাক্রান্ত অসহায় অাবু সরওয়ারের পরিবার বান্দরবান জেলার লামা উপজেলার ১০ নং
ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী ৬ নং ওয়ার্ড এলাকার অসহায় অালী হোছনের ছেলে অাবু সরওয়ার (২৭) দির্ঘ একটানা ১২ বছরধরে মরণব্যধি এই জটিল কিডনীরোগে অাক্রান্ত হয়ে মৃত্যুর সন্ধিকনে সুন্দর জীবনে বাচতে চায় অাক্রান্ত অাবু সরওয়ার। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বলে তার অসহায় পিতা- অালী হোছন এ প্রতিবেদক কে জানান। এমত অবস্থায়
কিডনী রোগে অাক্রান্ত অাবু সরওয়ারের পরিবারের একার পক্ষে মোটা অংকের চিকিৎসার ব্যায় বহুল খরচ বহন করতে প্রতিনিয়ত হিমশিম হয়ে পড়েছেন। তাই মানবতাবাদী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের বিওমানদের প্রতি অার্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অাক্রান্ত পরিবার। মানবতায় এগিয়ে এসে দেশবাসী ও বিওমানরা
তাকে জরুরী ভিওিতে বাঁচানোর জন্য অার্থিক
সাহায্য পাটানোর জন্য তার
পিতা-আলী হোছেন
বিকাশ-০১৮৩১-৬৮৭০২৬
অথবা-ব্যাংক হিসাব
নং-০১০০৭০৬৭
সোনালী ব্যাংক
ডুলাহাজারা শাখা চকরিয়া কক্সবাজার।