মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। সৃজনশীল ও গঠনমূলক কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখেন অনেকেই। তাদের সৃজনশীল ও গঠনমূলক কাজের জন্যই তারা বেচে থাকেন মানব সমাজে। তেমনি সৃজনশীল ও গঠনমূলক কাজের জন্য সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার সকলের প্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন।
সম্ভ্রান্ত একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোহাম্মদ হাসিব সরকার। ২০১৯ সালের ১৪ই জুলাই তিনি সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের সাথে সাথেই তিনি সালথা উপজেলাকে পূনর্গঠনে মনোনিবেশ করেন। উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতিসহ সব ক্ষেত্রেই তিনি সাফল্যের ছাপ রাখেন। তার যোগ্য ধর্মনীতির কারনে উপজেলায় সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রয়েছে। অফিস কার্যক্রমের পাশাপাশি বাল্য বিবাহ, বাজার মনিটরিং, অবৈধ ড্রেজার ধ্বংস, নদীতে অবৈধ বাঁধ ধ্বংস এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যপক ভূমিকা রাখেন। বর্তমান বৈশিক মহামারি করেনা ভাইরাস মোকাবেলায় তার নেতৃত্ব চোখে পরার মত। জেলার অন্যসব উপজেলার চেয়ে সালথা উপজেলায় করোনা পাদুর্ভাব কম, পাশাপাশি সঠিক পরামর্শে আক্রান্তরাও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। করোনাকালিন সময়ে করোনা প্রতিরোধ কমিটি প্রস্তুত করে করোনা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। সালথায় যোগদানের আগে তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরে সহকারি কমিশনার ভূমি হিসেবে কর্মরত ছিলেন।
সকলের প্রিয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ২০১৯~২০২০ অর্থ বছরে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুদ্ধচার পুরস্কার অর্জন করেন। পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, উন্নত আচরন, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, সমন্বয় ও নেতৃত্ব দানের ক্ষমতা, তথ্য প্রযুক্তির ব্যবহারে পারদর্শিতাসহ ১৯টি বিষয়ে সর্ব্বোচ্চ স্থান অর্জন করায় তিনি এই পুরস্কার পান। তিনি আইন ও প্রশাসন প্রশিক্ষনে প্রথম স্থান অধিকার করায় রেক্টরস মেডেল পান এবং সাভারে বিপিএটিসিতে বুনিয়াদি প্রশিক্ষনে ১০ম স্থান অধিকার করায় মেরিট মেডেল পান। এছাড়াও ছাত্র ও কর্ম জীবনে মেধা ও দক্ষতার কারনে ছোট বড় অসংখ্য পুরস্কার অর্জন করেন।
একান্ত সাক্ষাতকারে মোহাম্মদ হাসিব সরকার বলেন, সকলের দোয়া ও ভালবাসায় আজকের এই জায়গাতে পৌঁছতে পেরেছি। ধন্যবাদ জানাই ফরিদপুরের সুদক্ষ জেলা প্রশাসক জনাব অতুল সরকার স্যারসহ অন্যান্য সবাইকে। সালথা উপজেলায় দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য উপজেলা চেয়ারম্যান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সালথা উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক, সুশিল সমাজসহ সবাইকে। বিশেষকরে যারা সালথা উপজেলার অর্থনীতির চাকা সচল রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।