বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

ভাকুর্তা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৬১৪ বার পড়া হয়েছে /

সাভার উপজেলার প্রত্যন্ত অঞ্চল ভাকুর্তা ইউপির ইতোমধ্যে কয়েকটি ওয়ার্ড এর ত্রিবার্ষিক সম্মেলন সফল হয়েছে। সারাদেশের মতো শতস্ফূর্ত মনোভাবে ভাকুর্তা ইউপির ওয়ার্ডগুলোর ত্রিবার্ষিক সম্মেলন চুল ছেড়া বিশ্লেষণ করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শনিবার পড়ন্ত বিকেলে ভাকুর্তা সোলাই মার্কেটের একটি মাঠে ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাকুর্তা ইউপির ৬ নং ও ৭ নং ওয়ার্ড এর সম্মেলন হয়েছে। সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী ছিল একের অধিক। পরে যাচাই-বাছাই করে দলের জন্য নিবেদিত প্রাণ এমন ব্যক্তিদের সংগঠনে পথ পদবী দেয়া হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী লিয়াকত হোসেন। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শাহাবুদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানকে ঘিরে ভাকুর্তাইউনিয়নের পাড়ামহল্লা থেকে ছুটে আসেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন। যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী বেপারী, ছাত্রলীগের জুয়েল সহ আওয়ামী লীগ, যুবলী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাকুর্তা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডাক্তার নাসির উদ্দিন বাহার, সম্মেলনের পরিশেষ কাউন্সিলর মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী লিয়াকত হোসেন চেয়ারম্যান, নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,দের নামের তালিকা ঘোষণা করেন। পরে উপস্থিত নেতাকর্মীরা ৬ নং ও ৭ নং ওয়ার্ডে নবনির্বাচিত কমিটিকে সাদরে গ্রহণ করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD