বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

রাখালকে মারধর করে আ.লীগ নেতার ৬ গরু চুরি

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৬৭ বার পড়া হয়েছে /

সাভার আওয়ামী লীগ নেতার খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। খামারের ম্যানেজারকে মারধর করে বেঁধে ছয়টি গরু ডাকাতি করে নিয়ে পালিয়েছে ডাকাতদল।
মঙ্গলবার (২২ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে পৌরসভার রাজাশন ঘাষমহল এলাকায় ‘সোয়াদ ডেইরি ফার্মে’ এই ডাকাতির ঘটনা ঘটে।খামারটির ম্যানেজার আব্দুল খালেক বলেন, রাইত সাড়ে ৪টার দিকে ১০-১২ জন ডাকাত ফার্মের মেইন দরজার তালা কাইটা ভিতরে ঢুকছে। গাড়ি দাড় করায় রাখছিলো ফার্মের সামনে রাস্তায়। পরে ফার্মের রাখাল মোজাফফররে মাইরধর কইরা হাত-পা বাইধা নয়টা গরু নিয়া গেছে ডাকাতরা। আর সকালে আইসা দেখি তিনটা গরু আইসা ফার্মের পাশে জঙ্গলে ঘাস খাইতাছে। পরে গিয়া রাখালের হাত-পা খুলে দিলে সে বিস্তারিত জানায়।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ান সিন্ধি প্রজাতির ৯টি গাভী ছিলো খামারে। যার ছয়টিই নিয়ে গেছে ডাকাতরা। ছয়টি গাভীর দাম প্রায় ৮ লাখ টাকা।খামারের স্বত্ত্বাধিকারী আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, শুনছি আমার খামারের রাখালরে মারধর করে বাইন্ধা রাইখা গরু নিয়া গেছে। তবে কয়টা গরু নিছে সেটা ম্যানেজার বলতে পারবো।সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন বলেন, জরুরি সেবার ফোন পেয়ে একটি টিম ঘটনা স্থলে গিয়েছিলো। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, ‘ঘটনা আমার জানা নেই।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD