জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’র আদর্শের অকুতোভয় সৈনিক, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার, রাজশাহী বিভাগের কৃতি সন্তান, রাজশাহী এর পিচঢালা রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টবাদী ও নিরহংকারী প্রতিবাদী কন্ঠস্বর, সময়ের সাহসী সন্তান, রাজপথের স্লোগান মাস্টার, রাজশাহীর মহানগর যুবলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সুজন শেখ এর আজ শুভ জন্মদিন।আজ এই দিনে রাজশাহী বিভাগে জন্মগ্রহণ করেন। সুজন শেখ ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। রাজপথের আন্দোলন-সংগ্রামে উপস্থিতি ছিল এই নেতার।ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে গেছেন নিরলস ভাবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক। শত বাধা ও দমিয়ে রখতে পরেনি গৌরাঙ্গকে। দলের দুর্দিনে বিভিন্ন দায়িত্বশীল পদে থেকে দলকে করেছিলেন সুসংগঠিত। সমাজ সেবায়ও অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি।প্রসঙ্গত এই নেতার রাজনৈতিক প্রজ্ঞা ও আদর্শের সূচনাটি হয়েছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম (পাভেল) এর কাছ থেকে। যার হাত ধরে হাজার হাজার নেতা তৈরী হয়েছেন।সেই ধারাবাহিকতা অদ্য পর্যন্ত পালন করে যাচ্ছেন যুবলীগ নেতা সুজন শেখ, যার রাজনৈতিক আদর্শের গভীরে রয়েছে বাঙ্গালী জাতির স্থপতি বঙ্গবন্ধুর দর্শন এবং গণতন্ত্রের মুক্তিবাহক জননেত্রী শেখ হাসিনার নিদর্শন।আজকের সুজন শেখ রাজনৈতিক সফলতার পিছনের ইতিহাস সম্পর্ন অন্যরকম।ছাত্র ও যুবকদের আশার প্রদীপ হয়ে পথ দেখাচ্ছেন। আজ সংগ্রামী এই নেতার জন্মদিন। এই বড় মনের মানুষটির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। এই দিনে তাঁর প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও ভালোবাসা।যুবলীগ নেতা সুজন শেখ এর জন্মদিনে রাজশাহী মহানগর যুবলীগের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।