রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

ডেলিকেট গার্মেন্টস শ্রমিকদের বনভোজন অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে /

শ্রমিকদের জীবনে বিনোদনের প্রয়োজনে সাভারের ডেলিকেট গার্মেন্টের মালিকপক্ষ তাদের শ্রমিকদের নিয়ে বার্ষিল বনভোজনের আয়োজন করেছে।ইংরেজী নববর্ষের প্রথম দিনে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টস লিমিটেড কারখানার প্রায় ১৬ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক কারখানায় এই বনভোজনে অংশ নেন।মূলত তৈরি পোশাক কারখানায় উৎপাদন কাজে শ্রমিকদের উৎসাহ বাড়ানোর লক্ষ্যে কারখানাটিতেই একটি মনোরম পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে শ্রমিকদের জন্য দুপুরের খাবার হিসেবে গরুর বিরিয়ানি, মোরগ পোলাও ডিম ও কোমল পানীয়’স ব্যবস্থা করা হয়। নৈমিত্তিক পোশাক বাদ দিয়ে সাধ্যমতো একটু সাজগোজ করে নারী ও পুরুষ শ্রমিকরা। পুরো দিন হৈচৈ করে নেচে-গেয়ে অনাবিল আনন্দ উপভোগ করেন। শ্রমিকরা জানান, প্রতিদিন তারা পোশাক কারখানায় উৎপাদনে ব্যস্ত থাকেন। কখনো একটু আনন্দ উপভোগ করার সুযোগ হয়ে ওঠে না। কর্তৃপক্ষ শ্রমিকদের অবস্থা বিবেচনা করে একটি দিনের জন্যও এ আয়োজন করায় তাঁরা অনেক আনন্দ পেয়েছেন। ডেলিকেট গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন,পোশাক কারখানায় শ্রমিকরা সারা বছর উৎপাদনে ব্যস্ত সময় কাটান। স্বাভাবিক কারণেই তাদের চিত্ত-বিনোদনের কোনো সুযোগ হয়ে ওঠে না। তাই অন্তত একটি দিনের জন্য শ্রমিকদের বিনোদন দেওয়ার লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষ এই বনভোজনের আয়োজন করেছে।এ ছাড়া শ্রমিকদের বিনোদন দিতে পারলে তারা উৎপাদনে ও মানসম্পন্ন পোশাক তৈরিতে আরো অবদান রাখতে পারবে বলে তিনি মনে করেন। সেই সাথে কারখানা কতৃপক্ষ শ্রমিকদের নিয়ে ইংরেজী নববর্ষের কেকও কাটেন। কারখানা কর্তৃপক্ষ আরও জানায়,শীতের সময়ে শ্রমিকদের বাড়তি আনন্দ দেওয়ার জন্যই এই বনভোজনের আয়োজন করা হয়েছে।এসময় কারখানাটির চেয়ারম্যান ফেরদোসী হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD