সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকা থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হেমায়েতপুর ট্যানারি ফাড়িঁ পুলিশ। রবিবার (৮ জানুয়ারি) রাত ৮.৩০ এ এলাকার রাজফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের নাম মোঃ আতিক (৩০) এবং মোঃ কবির হোসেন (৩২)। তারা দু’জনই রাজফুলবাড়িয়ার বাসিন্দা। হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাড়িঁর এসআই মওদুদ কামালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এ বিষয়ে সাভার মডেল থানার হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রাসেল মোল্লা জানায়, আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী এলাকার সকল মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আতিক এবং কবিরকে গ্রেপ্তারের ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদোরকেও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।