জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের মাঝে সেলাই মেশিন বিতড়ণ করেন।মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিনসহ হুইল চেয়ার, সাদা ছড়ি ও শীতবস্ত্র বিতড়ণ করা হয়।এ সময় ফখরুল আলম সমর বলেন, আজ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের স্বাধীন জন্মভূমিতে পা রেখেছিলেন। তার এই ঐতিহাসিক দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তেঁতুলঝোড়ার মাটিতে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে সেলাই মেশিন বিতড়ণ করে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আশা করি তারা এসব সেলাই মেশিন ব্যবহার করে আর্থিক স্বাবলম্বী হতে পারবে।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, কর্মচারী এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।