রবিবার, ২২ জুন ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

কাঠালিয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে /

দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই স্লোগানে সামনে রেখে ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার। সভায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান সভাপতিত্ব করেন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহমাদুর রহমান, কাঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মুজিবুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মো. ফিরোজ খান, মো. গোলাম মাসুদ, মো. রফিকুল ইসলাম প্রমূখ।মহড়ায় কাঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরাসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দুর্যোাগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালের আয়োজন করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD