গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থীরা একযোগে ভোট বর্জন করেছেন।একজনের ভোট আরেকজন দেওয়া, কেন্দ্রে ঢুকে জোড়পুর্বক ভোট নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করে একযোগে ভোট বর্জন করেন তারা।আজ বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবাদ সম্মেলনে একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন চার প্রার্থী।এ নির্বাচনে প্রথমে তিনটি পরে ৪০টিসহ মোট ৪৩ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।