শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

২৫০০ কোটি টাকা দিতেই হবে গ্রামীণফোন-রবি-বাংলালিংককে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে /

তিন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, রবি ও বাংলালিংকে বিটিআরসির পাওনা আড়াই হাজার কোটি টাকা পরিশোধ করতেই হবে। তরঙ্গ ও লাইসেন্স ফিয়ের রাজস্ব বাবদ বিটিআরসির এই টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।মোবাইল অপারেটর কোম্পানি ও বিটিআরসির করা পৃথক আপিলের শুনানি নিয়ে আজ মঙ্গলবার ( ১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।রায়ে গ্রামীণফোনের ১ হাজার ৪০০ কোটি, রবির ৫০০ কোটি ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়।আদালতে আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মানিক। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব।রেজা-ই রাকিব জানান, কতদিনের মধ্যে টাকা দিতে সেটি অর্ডারের কপি পেলে বলতে পারবো। আপাতত বলা যায়, দ্রুত সময়ের মধ্যেই টাকা দিতে হবে।সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানি। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD