মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে /

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ারের পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে। এলআরসি হাসপাতালের একজন মুখপাত্র মোহাম্মদ আসিম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, ‘আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে গেছে।’পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ডন সূত্রে জানা যায়,‘স্থানীয় সময় ১ টা ৪০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় জোহরের নামাজে অংশ নিয়েছিলেন মুসল্লিরা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, সেনা ও বোমা নিস্ক্রিয়কারী টিমের সদস্যরা।’পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, ‘জোহর নামাজের সময় সামনের কাতারে অবস্থান নিয়ে একজন আত্মঘাতী এ হামলা চালিয়েছে।’এদিকে, বিস্ফোরণের এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD