শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

সাভারে তৃণমূল পর্যায়ে জনগণের অংশ গ্রহণে ‘উন্মুক্ত বাজেট ঘোষণা’

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৫০ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। তৃণমূল পর্যায়ে জন অংশ গ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ এবং স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে ৩০ মে দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্য্যলয়ে ইউপি চেয়ারম্যান মো ফখরুল আলম সমর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।এসময় ইউপি সচিব আবুল কালাম আজাদ ২০২৩ -২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এ বছর ২০২৩-২০২৪ সালের মোট বাজেট ঘোষনা হয় ১০কোটি ৬ লক্ষ ৪১ হাজার ৪০০ টাকা। যা গেল ২০২২-২০২৩ বছর মোট বাজেট ছিল ৮কোটি ৬৮ লক্ষ ৬৯ হাজার টাকা।তৃণমূল পর্যায়ে জন অংশ গ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা পর্বে চেয়ারম্যান সমর সাধারণ মানুষকে তাদের দাবি এবং কথা জানাতে বলেন সে সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাদের দাবি এবং কথা জানান।তেমনই এলাকার এক ব্যাক্তি বলেন, সারাজীবন শুনেছি বাজেট পেশ করা হয় সংসদে তবে এই প্রথম দেখলাম ইউনিয়ন পরিষদের পেশ করা হয় বাজে। এটা শুধু সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের জন্য।এসময় ফখরুল আলম সমর বলেন, যেসব ক্ষেত্রে জনগণ বিচার পায়নি, সেসব ক্ষেত্রে শেখ হাসিনার সেবামূলক সরকারের আমলে মানুষ বিচার পেয়েছে। অর্থাৎ মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন হয়েছে যারা বলছেন, অতীতে রোজ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সে কথা তারা বলেন না। তাদের বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তা সবাই জানে। এই সরকারের আমলে আমরা বাজেট ঘষণা পর্যন্ত সাধারণ জনগণদের সাথে রেখে করি। এটা গণতান্ত্রিক দেশ, শেখ হাসিনা সরকার আবার প্রমাণ দিলেন।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য ফিরোজ কাজল,শাহ আলম,নিজামুদ্দিন নিজাম,মিন্টু আহমেদ, ইয়াকুব আলী পলাশ,নাজমুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD