মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

আশুলিয়ায় ঈদ উপহার সামগ্রী বিতরণ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

এক পা অবশ বাতেন মিয়া চলাফেরা করেন ক্র্যাচে ভর দিয়ে। ঠিকমতো কাজকর্ম করতে পারেন না। থাকেন দোসাইদ এলাকায় । আজ বুধবার দুপুরে আশুলিয়ায় আউকপাড়া সামাজিক তরুণ সংঘের ঈদ উপহার সামগ্রী পেয়ে হাসি ফুটলো বাতেন মিয়ার মুখে।

তিনি উপহার পেয়ে বলেন, ‘আমার মতো পঙ্গু মানুষরে বড় উপকার করলো পোলাপান গুলা। ঈদের এই কয়েকদিন আর চিন্তা থাকবো না। আল্লাহ ওগোরে আরো ভালো করুক।’

উপহার নিতে আসা রাবেয়া বেগমের চোখে মুখেও ছিল খুশির ঝিলিক। তিনি থাকেন আউকপাড়া এলাকায়। মানুষের বাসায় কাজ করে সংসার চালালেও আগের মত কাজ করতে পারেন না তিনি। অনেকেই বাসার কাজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। ফলে অনেক কষ্ট করেই চলছে তার সংসার। রাবেয়া বেগম বলেন, ‘বস্তায় চাল-ডালের সঙ্গে সেমাইও আছে। ঈদের দিন যে সেমাই রানতে পারবো তা চিন্তায়ও ছিল না। এই পোলাপান গুলা আমাগের খাওয়ার ব্যবস্থা করে দিছে, আল্লাহ যেন পোলাগুলারে সুখে-শান্তিতে রাখে, তাদের আরো দান করার তওফিক দেয়।’

শুধু বাতেন মিয়া বা রাবেয়া বেগমই নয় দোসাইদ-আউক পাড়ার প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী, হকারসহ বহু অসহায় মানুষ আজ আউকপাড়া সামাজিক তরুণ সংঘের দেওয়া ঈদ উপহার সামগ্রী পেয়েছেন। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ আরও নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

আউকপাড়া সামাজিক তরুণ সংঘের সদস্যরা এই উপহার সামগ্রী অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দেন।

সংগঠনটির সদস্য আরমান উপহার নিতে আসা এক বৃদ্ধ মহিলার হাতে থাকা চাল ও খাদ্য সামগ্রীর ব্যাগগুলো নিজে হাতে করে নিয়ে এগিয়ে দিয়ে আসেন তার বাড়ি পর্যন্ত।

আরমানের সাথে কথা হলে তিনি জানান, ঈদকে সামনে রেখে এই উপহার তুলে দেওয়া হচ্ছে অসহায় মানুষগুলোর হাতে। অল্প অল্প করে টাকা জমিয়ে সকলে মিলে এই উদ্যোগ নিয়েছি।

শুধু পারভেজই নয় সকলের কাছে উপহার পৌঁছে দেয় ফারদিন,পারভেজ, সাব্বির,তারেকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এই সহায়তা পেয়ে অসহায় মানুষ গুলো যেমন খুশি, তেমনি আউকপাড়া সামাজিক তরুণ সংঘের সদস্যরাও আনন্দিত।

এছাড়া সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সংগঠনটির সভাপতি মেহেদী হাসান ও সাধারন সম্পাদক হানিফ খান।

যুবকদের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।

আউকপাড়া আদর্শ গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহা আলম। তিনি বলেন, দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়ে আউকপাড়া সামাজিক তরুণ সংঘের সদস্যরা মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত দেখাচ্ছেন, তা অন্যদের অনুসরণ করা উচিত। এই সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে অসহায় ও দুস্থরা যাতে বঞ্চিত না হয় সেজন্য ছেলেদের উদ্যোগকে ধন্যবাদ জানাই। ওদের মতো যদি সমাজের উচ্চবিত্তরাও এগিয়ে আসত, তাহলে দেশের সব অসহায় মানুষের মুখেই হাসি ফুটানো সম্ভব হতো।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD