শনিবার, ০৪ মে ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

গবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

মুনিয়া রহমান জান্নাত , গবি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের এপ্রিল-২৪ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) শুরু হয়েছে। রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কেন্দ্রগুলোতে দুই শিফটে এ পরীক্ষা শুরু হয়।

তিন ঘন্টা যাবৎ চলাকালীন পরীক্ষার প্রথম শিফট সকাল ৯:৩০ এবং দ্বিতীয় শিফট দুপুর ১.০০ তে শুরু হয়। সূত্র অনুযায়ী, এবার ৫টি অনুষদের ১৭টি বিভাগের প্রায় ১৬ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান সহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন। এ পর্যন্ত পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

তবে তীব্র তাপপ্রবাহের কারণে একজন শিক্ষক সহ বেশ ক’জন শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পরেছেন বলে জানা গেছে। এমন পরিস্থিতির মোকাবিলায় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা রাখেনি বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীদের।

এদিকে দাবদাহের কারণে পরীক্ষার রুটিন পরিবর্তনের বিষয়ে দ্রুতই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান। প্রসঙ্গত, আগামী ০৫ মে পর্যন্ত সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) চলবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD