শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

গবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মুনিয়া রহমান জান্নাত, গবি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) গবেষণায় বায়োইনফরমেটিকসের ব্যবহার ও এর গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের ১০৯ নং কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান আলোচক মাইক্রোবায়োলজির বিভাগীয় প্রধান ড. মো: শওকত মাহমুদ বলেন, বর্তমানে শিল্পবিপ্লব এক্ষেত্রে বায়োইনরমেটিকস ছাড়া রিসার্চের কাজ করা অসম্ভব।কম্পিউটার সাইন্স, এ-আই আর বায়োলজিকাল ডাটা ব্যবহার করে কাজ করতে হবে।

এছাড়াও তিনি এসময় বায়োলজিকাল ডাটা, প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড এবং এসবের ব্যবহার পাওয়ার পয়েন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক মো: মাহমুদুল হাসান মাসুদ বায়োইনফরমেটিকস নিয়ে কাজ করার জন্য একটা সোসাইটি গঠনের জন্য দাবী জানান।

এ সেমিনারে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষকসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD