মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

কথাসাহিত্যিককে নিয়ে বিতর্কিত প্রশ্ন প্রণয়নে জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

চলমান এইচএসসি পরিক্ষায় জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হককে নিয়ে বিতর্কিত প্রশ্ন প্রণয়ন করার নিন্দা জানিয়েছেন দেশের ২০ জন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রশ্ন প্রণয়ন ও ছাপার সাথে সংশ্লিষ্ট সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল সোমবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়েছে, চলতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রে সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। এ ঘটনার রেশ না কাটতেই কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার একটি প্রশ্নপত্রে কথাসাহিত্যিক আনিসুল হককে হেয় করে একটি প্রশ্ন প্রণয়ন করা হয়েছে।বিবৃতিদাতারা হলেন, কথাসাহিত্যিক জাকির তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালেদ হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈকত আরেফিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আর রাজী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় সরকার, প্রাবন্ধিক খন্দকার স্বনন শাহরিয়ার, কবি রাজিয়া সুলতানা, কথাসাহিত্যিক কাজী রাফি, কবি মতিন রহমান, লেখক মোজাম্মেল হক নিয়োগী, কবি স্বপঞ্জয় চৌধুরী, সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা প্রমুখ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD