রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

ভারতে বিশ্বকাপে দল পাঠাবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
পাকিস্তান জাতীয় ক্রিকেট দল/ফাইল ছবি/সংগৃহীত

এ বছরের ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

রবিবার (৬ আগস্ট) দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

গত এক দশক ধরে দুই দেশ নিরপেক্ষ ভেন্যুতে বহু-দলীয় টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে খেলেছে।

ইসলামাবাদ বলছে, খেলাধুলাকে রাজনীতির সাথে মেশানো উচিৎ নয়। পাকিস্তান বিশ্বাস করে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থার সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়ার সম্পর্কের কোনো বিরোধ তৈরি হবে না।

যদিও ৩১ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ভারত পাকিস্তান সফরে যাবে না বলে জানিয়েছে।

গত নয় বছরের মধ্যে জুলাইয়ে প্রথমবারের মতো পাকিস্তানি নেতা হিসেবে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকের জন্য ভারতের গোয়া ভ্রমণ করেছিলেন বিলাওয়াল ভুট্টো-জারদারি।

প্রতিবেশী দুই দেশ এখন পর্যন্ত তিনটি যুদ্ধে জড়িয়েছে। সাম্প্রতিক বছরেও কয়কেবার সামরিক সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। পারমাণবিক অস্ত্রধারী দেশ দুটি।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর টুর্নামেন্ট চলাকালীন নিজেদের দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে। বিষয়টি তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারত সরকারের কাছে জানাবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD