শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

প্রচারণায়ও নজর কেড়েছে অমির ‘অসময়’

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
(বাঁমে) রুনা খান ও কাজল আরেফিন অমি, শপিং মলে ‘অসময়’-এর প্রচারণা (ডানে)

মুক্তির পর ওয়েবে আসক্ত দর্শকদের কাছ থেকে দারুণ ভালোবাসা পাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’। অমির দুর্দান্ত নির্মানশৈলী আর প্রত্যেকটা শিল্পীর অভিনয় নিয়ে আলাদাভাবে কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে রুনা খান, ইরেশ যাকের আর শরাফ আহমেদ জীবনের অভিনয় মাতিয়ে রেখেছে পুরো সিনেমা। সমাজের নানা শ্রেণি পেশার মানুষের জীবনঘনিষ্ট গল্পে নির্মিত তারকাবহুল এই ওয়েব ফিল্মটি ১৮ জানুয়ারি বঙ্গতে মুক্তি পেয়েছে।

দর্শকের ইতবাচক সাড়ার পাশাপাশি ‘অসময়’-এর প্রচারণার বিষয়টি নজর কেড়েছে। সিনেমা মুক্তি পেলে যেভাবে শহরের দেয়ালে দেয়ালে পোস্টার দিয়ে প্রচারণা করানো হয়, ‘অসময়’-এর ক্ষেত্রেও তাই দেখা গেছে। নির্মাতা অমি জানান, দেশের বড়বড় শহরে প্রায় ২০ হাজার পোস্টার লাগানো হয়েছে। এছাড়া ঢাকা নিউমার্কেট, মিরপুর, শাহবাগ, মতিঝিল, কুড়িল, পুরান ঢাকা, সাভার, গাজীপুরর চৌরাস্তার জুড়ে শোভা পাচ্ছে এ পোস্টার।

মুক্তির আগের রাতেই ‘অসময়’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। তা দেখে অনেকেই বলেছিলেন এটি আসলে পূর্ণাঙ্গ একটি সিনেমা! তবে ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘‘আমার কাছে অসময় সিনেমা নির্মাণের পূর্ব প্রস্ততি। সিনেমা বানালে আরও বড় পরিসরে বানাব। তবে ‘অসময়’ যেহেতু সিনেম্যাটিক ট্রিটমেন্টে বানিয়েছি, তাই সিনেমার মতো করেই ওয়েব ফিল্মটির প্রমোশন করার চেষ্টা করছি। যাতে বেশি দর্শকদের কাছে পৌঁছায়।’’

বঙ্গ অ্যাপে ২০ টাকা সাবক্রাইব করে দেখা যাচ্ছে ‘অসময়’। প্রতিষ্ঠানটির চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু জানান, সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০ হাজারের বেশি পোস্টার লাগানো হয়েছে। এছাড়া ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলেও বড় পোস্টার দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘‘বঙ্গ অ্যাপ হচ্ছে ডিজিটাল থিয়েটার। আমরা মনে করি ‘অসময়’ একটি সিনেমা। আমাদের পলিসির দিক থেকে পার্থক্য শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হয়েছে। শহরে সিনেমার পোস্টারে লেখা থাকে চলিতেছে উমুক হলে। আমাদের পোস্টারগুলোতে লেখা আছে ‘অসময়’ দেখুন বঙ্গ-তে।’’

‘অসময়’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, রুনা খান, তারিক আনাম খান, মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, ইন্তেখাব দিনার, শ্বাশত দত্ত, সুমন পাটোয়ারি, শিমুল শর্মা, লামীমা লাম, ইশরাত জাহিন এবং বিশেষ চরিত্রে জিয়াউল হক পলাশ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD