মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে /

বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে গুলশান-বনানী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ‌্যান্ড কলেজসহ স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে সড়কে নেমে অবরোধ করেন। এ সময় তারা হাফ ভাড়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে বাসে হাফ ভাড়ার দাবি করে আসছেন। কিন্তু বনানী, গুলশানসহ আশপাশের এলাকার চলাচলকরি বাসগুলো তাদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। এ নিয়ে তাদের সহপাঠীদের সঙ্গে অনেক সময় হাতাহাতি কিংবা কথা কাটাকাটির ঘটনাও ঘটছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া রাইজিংবিডিকে বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD