শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

করোনায় বেড়েছে মৃত্যু, শনাক্তের হার ১২

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ শতাংশ।সোমবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এর আগে, গতকাল রবিবার (২ অক্টোবর) দেশে করোনা শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩৫ শতাংশ এবং গত শনিবার (১ অক্টোবর) শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২৮ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৯০ জন ঢাকা বিভাগের, ১১ জন ময়মনসিংহ বিভাগের, ৩৬ জন চট্টগ্রাম বিভাগের, ২৬ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ১১ জন খুলনা বিভাগের, ১১ জন বরিশাল বিভাগের ও ৯ জন সিলেট বিভাগের।এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৭১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ৫৩৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD