শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

ডেঙ্গু: কমেছে মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৪

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো ৩৩৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬৯ জনে।আজ রবিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এর আগে, গতকাল শনিবার (৮ অক্টোবর) রেকর্ড ৭১২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। একই সময়ে মৃত্যু হয়েছিল তিনজনের।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৮৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ১৮ হাজার ১৫৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD