শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

সিলেটে চলছে পণ্য পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৪২০ বার পড়া হয়েছে /

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে চলছে পণ্য পরিবহন ধর্মঘট। আজ সোমবার (৩১ অক্টোবর) ভোর ৬ টা থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।গতকাল রবিবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে কর্ম বিরতি পালন উপলক্ষে মালিক ও শ্রমিকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে জেলার কোনো স্থান থেকে ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ডভ্যান, পিকআপসহ পণ্যবাহী যানবাহন ছেড়ে যায়নি। ধর্মঘটের কারণে ট্রাক টার্মিনালসহ বিভিন্নস্থানে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।প্রসঙ্গত, সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারিগুলো থেকে বছরের পর বছর ধরে সারা দেশে পাথর সরবরাহ করা হয়ে আসছিল। গত ৫ বছর ধরে কোয়ারি বন্ধ থাকার কারণে সিলেটের পরিবহন খাত বিশেষ করে ট্রাক মালিক ও শ্রমিকরা চরম সংকটে পড়েন। ব্যবসা বাণিজ্য পরিবহন সর্বক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়েছেন কোয়ারি সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD