বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

যানবাহন বন্ধ, ট্রলারে চেপে সমাবেশে বিএনপির নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে /

ফরিদপুরে গণসমাবেশে যোগ দিতে মাদারীপুরের শিবচর থেকে ট্রলারে রওনা হন বিএনপির নেতা-কর্মীরা। দলটির স্থানীয় নেতারা জানান, যানবাহন না পাওয়ায় এবং গ্রেপ্তার এড়াতে নদী পথ বেছে নিয়েছেন তারা।শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের মাদবরের চর হাটের কাছ থেকে তিনটি ট্রলার বিএনপি নেতাদের নিয়ে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যায়।খোঁজ নিয়ে জানা গেছে, এসব ট্রলারে উপজেলার দত্তপাড়া, পাচ্চর, সন্ন্যাসীর চর, বন্দরখোলা, পাচ্চর, কাঠালবাড়ি ও কুতুবপুর ইউনিয়নের প্রায় চার শতাধিক নেতাকর্মী ছিলেন।মাদবরেরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমারাত বেপারী মুঠোফোনে জানান, মাদবরেরচর হাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর ঘাট থেকে তিনটি ট্রলার নিয়ে আমরা রওনা হই। এসব ট্রলারে প্রায় চার শতাধিক নেতাকর্মী রয়েছেন।তিনি আরো জানান, ট্রলারগুলো এখন ফরিদপুরের কাছাকাছি রয়েছে। বাস, মাইক্রোবাস ভাড়া না পাওয়ায় আমরা ছোট তিনটি ট্রলার ভাড়া করে রওনা হয়েছি।মাদবরের চর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম রেজা মুঠোফোনে বলেন, ‘আমরা ফরিদপুরের সিএন্ডবি ঘাটের কাছাকাছি আছি।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD