২০০৮ সালের নির্বাচনের ফলাফল বিএনপি ভুলে গেছে কি না, জানতে চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। নির্বাচনের ফলাফলটা কী ছিল? নির্বাচনের ফলাফল অনেকেই ভুলে গেছে। ওই নির্বাচনে ৩০০ সিটের কয়টা সিট বিএনপি পেয়েছিল? বিএনপি নেতারা ভুলে গেছে? বিএনপি মাত্র ৩০টা সিট পেয়েছিল। ৩০০ সিটের মধ্যে। ২০০৮-এর নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছিল ২৭টা সিট।তিনি বলেন, এত যে লাফালাফি, কিসের জন্য? ২০০৮ সালের নির্বাচনে এই রেজাল্ট। আপনারা কিসের জন্য লাফান?শেখ হাসিনা বলেন, ২৯ বছর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।’এরপর সরকার গঠন করে আওয়ামী লীগ মানুষের সেবক হিসেবে কাজ শুরু করে।তিনি বলেন, বিএনপির শাসনামলে দেশের দক্ষিণাঞ্চলে সাংবাদিকেরা যেতে পারত না, সংবাদ প্রচার করতে পারত না।এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টার পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।