বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

নাভারণে অবৈধ স্থপনা উচ্ছেদ ও জরিমানা

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৭৮ বার পড়া হয়েছে /

যশোরের শার্শা উপজেলার নাভারণে ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহষ্পতিবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারজানা ইসলাম।

এ সময় স্কুলের পাশে দোকানে সিগারেট বিক্রিসহ নানা অভিযোগে ৩ দোকান মালিককে ২৫ হাজার টাকা ও রাস্তায় ফিটনেস বিহীন চলাচলকারী মাঠি বাহী এক ট্রাকটর ড্রাইভাইকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, যশোর-বেনাপোল হাইওয়ে মহাসড়কে নাভারন ঐহিত্যবাহী বড় বাজার। এই বাজারে অবৈধ স্থাপনার কারনে কোন না কোন দুর্ঘটনা লেগেই থাকতো এবং দুর্ঘটনায় অনেকে মারাও গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিত্বের নজরে পড়ে।

পরবর্তিতে মাসিক মিটিংএ অবৈধ স্থাপনা অপসারনের বিষয়টি সিদ্ধান্ত হয়। স্থানীয় চেয়ারম্যান দুইদিন মাইকিং করার পরে কেও কর্ণপাত করেনি। ফুটপাত দখল করে দোকান নির্মাণ করার ফলে পথচারীদের ভোগান্তি  চরমে।এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ অভিযানের এসময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ফায়ার সার্ভিস, স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD