বরগুনার আমতলীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষা সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আসর নামাজের পর একে এই কর্মসূচি পালিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার নেতা-কর্মীরা এতে অংশ নেন।
আছর নামাজের পর একে স্কুল চৌরাস্তায় সমাবেশে অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে ইসলামি আন্দোলন আলহাজ্ব নাজমুল হাসান সোহেল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলন আমতলী উপজেলা শাখার উপদেষ্টা মৌলভী মোঃ শাহ আলম মৃধা, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও আমতলী উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।