বুধবার, ০১ মে ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

একজন আদর্শ মা হতে নিজেকে তৈরি করবেন কি করে

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এক নিরাপদ আশ্রয়স্থলের নাম মা ।একজন আদর্শ মা একটি আদর্শ সন্তান গঠনের মূল কারিগর। এ কারণে নেপোলিয়ন বলেছিলেন-” তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিবো।” একজন ভালো মা পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে। সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে তার ভূমিকা অনস্বীকার্য । তবে কিছু সাধারণ নীতিমালা ও অনুশীলনের মাধ্যমে আপনিও নিজেকে গড়ে তুলতে পারেন একজন আদর্শ মা হিসেবে।

এবার জেনে নেয়া যাক আদর্শ মা হিসেবে আপনার করণীয় বিষয়বস্তু-

▪️সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তার মনে যথাসম্ভব আস্থা ও ভরসার জায়গা তৈরি করা ।

▪️যেকোনো ধরনের বিপদে আপদে তার পাশে থেকে আত্মবিশ্বাস বাড়ান।

▪️সন্তানের সাথে যতটা পারেন সময় কাটান। তার সাথে শক্তিশালী বন্ধন তৈরি করুন।

▪️আপনার সন্তানকে নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, আত্মসম্মানবোধ এসকল বিষয়ে শিক্ষা দিন।

▪️সন্তানের যে কোন কাজে উৎসাহ, উদ্দীপনা প্রদান করুন এবং তাকে স্বাবলম্বী করুন।

▪️শিশুরা পর্যবেক্ষণের মাধ্যমে শিখে। তাই তার ইতিবাচক রোল মডেল হওয়ার চেষ্টা করুন।

▪️যতটা সম্ভব আপনার সন্তানের মানসিক ও শারীরিক সুস্থতার যত্ন নিন।

▪️সন্তানকে স্বাধীনতা দিন এবং তার নেতিবাচক দিকগুলো দক্ষতার সহিত সমাধান করার চেষ্টা করুন।

▪️যতটা সম্ভব আপনার সন্তানের সাথে নমনীয় ও সহনশীল আচরণ করুন।

একজন আদর্শ মা হওয়া ক্রমাগত শেখার প্রক্রিয়া। মনে রাখবেন, আপনার ভালো আচরণ ,ভালোবাসা, সময় এগুলোই পারবে আপনার সন্তানকে সুন্দর একটি পরিবেশ দিতে পারবেন । এবং এই সুন্দর পরিবেশই তার মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করবে।পরবর্তীতে সে হতে পারবে একজন আদর্শ মায়ের আদর্শ সন্তান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD