শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক জয়

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ১০০৩ বার পড়া হয়েছে /

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

প্রথমবার এ প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক সহ তিনটি ব্রোঞ্জপদক ও দু’টি অনারেবল মেনশন পেয়েছে বাংলাদেশ দল।

চলতি মাসের ১৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের এই ২০-তম আসর বসেছে। ইতোমধ্যে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) শেষ হয়েছে অলিম্পিয়াডের মূল পর্ব।

বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশের প্রায় ৮০০ জন প্রতিযোগী এবারের অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD