বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

লবণ নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৭২৪ বার পড়া হয়েছে /

মোঃশামীম উদ্দীন (ঈশ্বরদী) পাবনাঃ সারা দেশের ন্যায় ঈশ্বরদীতে ও লবণের দাম বেড়ে যাচ্ছে গুজব ছড়িয়ে পড়েছে। এমন খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন খুচরা ও পাইকারি দোকানগুলোতে। বাড়তি চাপে নিমিষেই ফুরিয়ে যায় শহরের বিভিন্ন দোকানের লবণের মজুদ। আবার অনেক ব্যবসায়ী বেশি দামে বিক্রির জন্য লবণ মজুদ করে রাখেন।

প্রশাসন বলছে, লবণের দাম বৃদ্ধির খবর পুরোটাই গুজব। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুজব ছড়াতে পারে।

ব্যবসায়ীরাও জানিয়েছেন, লবণের চাহিদা অনুযায়ী সরবরাহ রয়েছে বাজারে। শিগগিরই দাম বাড়ার আশঙ্কা নেই। তবে ব্যবসায়ীরা এমনটি দাবি করলেও মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে অনেক দোকানে বাড়তি দামে লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ নভেম্বর) দাম আরও কয়েকগুণ বাড়তে পারে-এই আশঙ্কায় অনেকে লবণ কিনে রাখছেন। যার ফলে অনেক দোকানে দেখা দিয়েছে সংকট। (মঙ্গলবার) বিক্রি না করে বুধবার বেশি দামে বিক্রি করবেন, সেই আশায় দোকানিরাও ইতোমধ্যে তৈরি করে ফেলেছেন কৃত্রিম সংকট।

সকাল থেকে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন শহর ঘুরে দেখা গেছে, লবণ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বেশিরভাগ মুদি দোকানেরই মজুদ ফুরিয়ে গেছে। দোকানে লবণ না পেয়ে ক্রেতারা আক্রমণাত্মক আচরণ করতেও দেখা গেছে। ক্রেতাদের দাবি, লবণের দাম বাড়তে যাচ্ছে এমন খবর শুনেছেন। তাই লবণ কিনতে এসেছেন তারা।তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোথায় এ সংবাদ শুনেছেন এ কথা কেউ বলতে পারেননি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD