মোঃশামীম উদ্দিন, (ঈশ্বরদী) পাবনা: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে চার ক্যাটাগরিতে চারজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদের নিজস্ব মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক অতিরিক্ত ডিআইজি মাহফুজুল ইসলাম রঞ্জু,ওসি বাহাউদ্দিন ফারুকি,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও আঁতিয়া ফেরদৌস কাকলী। উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে নারী নেত্রী মাহজেবিন শিরিন পিয়া, ‘রত্নগর্ভা মা’ হিসেবে সমাজ সেবক মোহাম্মদ আলী স্মৃতি পদক প্রাপ্ত জয়িতা আমেনা বেগম, জয়িতা মুসলিমা রহমান মল্লিক, জয়িতা উম্মে হাবিবা সুলতানা ও জয়িতা রাবেয়া খাতুন বক্তব্য দেন।