মোঃশামীম উদ্দিন(ঈশ্বরদী)পাবনাঃ ঈশ্বরদীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ফতেমোহাম্মদপুর অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ প্রেস এ্যান্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ আঞ্চলিক শাখার এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস এ্যান্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক সাংবাদিক সালাউদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস, প্রচার সম্পাদক মেহেদী হাসান মুজাহিদ, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর কামাল আশরাফী, ব্যবসায়ী ওয়াকিল আলম, যুবলীগ নেতা শেখ ফয়সা্ল আহমেদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন গাইড ব্যাংকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রিমন হোসেন, ফটো সাংবাদিক তুহিন হোসেন, সাব্বির আহমেদ, হাসান ইসলাম আলোর পথে উদ্দীপ্ত তরুন সংঘের সভাপতি শিশির মাহমুদ, সাধারণ সম্পাদক শামীম উদ্দিন, ব্যবসায়ী রুবেল হোসেন।
সভায় বাংলাদেশ প্রেস এ্যান্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।