মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

গাজীপুরে ফ্যান কারখানায় আগুন, নিহত ১০

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে /

আফজাল হোসেন(নিজস্ব প্রতিবেদক)- গাজীপু‌রে একটি ফ্যান কারখানায় আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় সদর উপ‌জেলার বা‌ড়িয়া ইউ‌নিয়‌নের কেশোর্তা এলাকায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় হঠাৎ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে কর্মচারীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। কিছু বোঝার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

গাজীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনসেপেক্টর মো. জাকারিয়া খান জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বারিয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় ওই ফ্যান কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয় ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD