মহানগর বার্তা,শ্রীপুরঃ গাজীপুরের শ্রীপুরে “কাওরাইদ” ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠন করা হয়েছে।২০ ডিসেম্বর শুক্রবার বিকেল সারে ৩টায় ইউনিয়নের বৈরাগবাড়ি বাপ্তা গ্রামে এক সভায় আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষনা করা হয়েছে।
কমিটি ঘোষনা করেন থানা শিল্পাঞ্চল শ্রমিকদলের সভাপতি রেজাউল করিম খোকন ও যুগ্ম সাধারণ শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক মো: কাজল ফকির।
নবগঠিত কমিটিতে এ এম স্বপন মাহমুদ কে সভাপতি ও মো: কাজল হায়দারকে সাধারণ সম্পাদক, ও
হাফিজ উদ্দিন মন্ডল কে সিনিয়র সহ সভাপতি, মো আব্দুর রাজ্জাক বেপারী, মো :সজিব শেখ, আল মামুন, ও হেলাল ফকিরকে সহ সভাপতি,এস এম শাহরিয়ার কবীর কে সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক,নাজমুল হক সরকার, মুনিরজ্জামান মনির, ও রুবেল শেখ কে যুগ্ন সাধারন সম্পাদক,
শহিদুল ইসলাম( আছমত),মো: শারফুল ইসলাম, ও মোঃ হিরন মিয়াকে, সাংগঠনিক সম্পাদক, মো: নাজমুল মৃদাকে, দপ্তর সম্পাদক, মো: জসিম উদ্দিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ মাসুদ শেখকে অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ দুলাল মিয়াকে সহ- দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিনকে সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বচিত করে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।