শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলার এক মাত্র সরকারী সংগীত শিল্পী এফ এম আলমগীর কবির ।

স্টাফ রিপোর্টার নাসিম খান
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৮৫৪ বার পড়া হয়েছে /

গোপাল গঞ্জ জেলার মুকসুদপুর থানার বহু গ্রাম ইউনিয়নের গাড়ল গাতী গ্রামের সুনাম ধন্য জন প্রিয় সংগীত শিল্পী এফ এম আলম গীর কবির । তিনি প্রথম গাড়ল গাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন । ছাত্র জীবণে তিনি সকল ছাত্র ছাত্রী সাথে সূ সম্পর্ক রেখে লেখা পড়া করতেন তিনি ।স্কুলের সকল ছাত্র ছাত্রী তাকে মণে প্রাণে ভাল বাসতেন ।এবং নর্ম ভদ্র জ্ঞানী মেধাবী হাসি খূশী সাদা মনের মানুষ ছিলেন তিনি। যখন তার বয়স সাত বছর তখন থেকে সংগীত শুরু করেন । যেমন হারমোনিয়াম তবলা গীটার বেহালা বাঁশী বিভিন্ন বাদ্য বাজাতে শিখতে শুরু করেন এই শিল্পী ।তিনি বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করতেন। এর মধ্য তিনি ফুট বল খেলায় জন প্রিয় খেলোয়াড় ছিলেন । এলাকায় যেখানে সামাজিক গানের অনুষ্ঠান হত সেখাণে এই শিল্পী অংশ গ্রহণ করতেন ।এলাকার বিশিষ্ট জনেরা ও সকল শ্রেণীর স্রোতারা অপেক্ষায় থাকতেন কখন মঞ্চে উঠবেন এই জন প্রিয় সংগীত শিল্পী এফ এম আলম গীর কবির।বর্তমানে এই শিল্পী
৩৮বছর বাংলা দেশ বেতারে ।এবং ২০বছর যাবৎ বাংলা দেশ টেলিভিশনে ।তালিকা ভুক্ত বিশেষ শ্রনীর শিল্পী (কন্ঠ ও বাঁশী বাদক) হিসেবে অতি সুনামে সাথে অংশ গ্রহনকরে আসছে । বর্তমানে ঢাকা আগারগাঁও জাতীয় বেতার ভবনে সরকারী চাকুরি জীবি হিসেবে কর্ম রত আছেন তিনি । আন্ত মিউজিসিয়ান পদে। সরকারী গন প্রচার মাধ্যম ছাড়া বে সরকারি চ্যনেল মিডিয়া গুলো তে মাঝে মধ্যে সেখানে সংগীত শিল্পী হিসেবে অংশ গ্রহন করে থাকেণ তিনি । দেশ ছাড়া দেশের বাইরে প্রায় ৭টি দেশে সংগীত শিল্পী হিসেবে নিমন্ত্রণ পেয়ে যাওয়ার সুযোগ হয়েছে এই জন প্রিয় সংগীত এফ এম আলম গীর কবির । জীবনে এই সংগীতকে ভালো বেসে দেশের জন্য অনেক সুনাম অর্জন করে এসেছেন এই জন প্রিয় সংগীত শিল্পী এফ এম আলম গীর কবির । এই শিল্পী বলেন আমার জীবন এ চাওয়া পাওয়া শুধু মানুষের ভালো বাসা । আর দোয়া গোপালগঞ্জ জেলায় একমাত্র সুনাম ধন্য জন প্রিয় সংগীত শিল্পী এফ এম আলম গীর কবির । একজন সরকারি সংগীত শিল্পী হিসেবে চাকুরী তে কর্ম রত আছেন ।এটা গোপালগঞ্জ জেলার
সকলের গর্ব । বর্তমানে এই শিল্পীর সংগীতের বয়স মোট ৪৫ বছর।জন প্রিয় সংগীত শিল্পী এফ এম আলম গীর কবির বলেন দেশে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হইলে দূরত্ব বজায় রেখে আপনারা সবাই ঘরে থাকুন ।আর আমার জন্য সবাই দোয়া করবেন ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD