রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার (০৪) চার নম্বর ওয়ার্ড কুঠিবাড়ি এলাকার পদ্মানদীর তীরবর্তী কূপ হতে এক মহিলার কলার ভেলায় গলিত লাশ উদ্ধার করা হয়।
আজ২৬শে জুন শুক্রবার সকালে স্থানীয় জনগণ পদ্মার তীরে গলিত লাশটি দেখতে পেলে গোদাগাড়ী মডেল থানা পুলিশকে জানানো হয়।
তৎক্ষণাৎ গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে তদন্ত কর্মকর্তা ও এস আই আব্দুল খালেক, শামীম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) এর মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে পানি বাড়তে থাকাই ঘটনাস্থলে কচুরিপানার স্তুপ তৈরি হয় যা থেকে বাইরে থেকে ভেসে আসা লাশটি আটকিয়ে থাকতে পারে বলে জানা।
এই বিষয়ে এক উদ্ধার কর্মী সাথে কথা বলে জানা যায়, লাশটি অজ্ঞাত এক মহিলার (২০) যা উদ্ধারের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। তবে লাশটি সাপে কাটাই মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার
ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়া পরে মৃত্যু আসল কারণ জানা যাবে। এক প্রশ্নের জবাবে বলেন, গোদাগাড়ী মডেল থানায় ২০বছর বয়সের কোন মহিলার মিসিং এর কোন অভিযোগ নেই বলে জানান।