ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গোপালপুর টু মৈনট ঘাট।
“স্বপ্ন পুরনের পথে “ফরিদপুর -৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এর নিরলস প্রচেষ্টায় গোপলপুর টু মৈনট ঘাটে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে সি- ট্রাক ।
রবিবার (৫ জুলাই) বিকালে নদী ড্রেজিংএর জন্য উপজেলার গোপালপুর ঘাট এলাকায় এসে পৌঁছেছে ড্রেজিং মেশিন ও অন্যান্য সরঞ্জাম।
এতে উক্ত উপজেলা বাসী ও আশেপাশের উপজেলার মানুষের অনেক দিনের আশা পূরণ হবে বলে আত্মপ্রকাশ করেছেন এলাকা বাসী।