শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

যুবলীগের নাম ভাঙ্গিয়ে আশুলিয়ায় চাদাবাজী অভিযোগে সোহাগ নামে একজন আটক

স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসাইন
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৮৮৭ বার পড়া হয়েছে /

যুবলীগের নাম ভাঙ্গিয়ে আশুলিয়ায় এক ব্যবসায়ীর কাছে চাদাবাজীর অভিযোগে সোহাগ নামের কথিত এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। ৮ জুলাই (বুধবার) রাতে বাইপালই এলাকা থেকে তাকে আটক করা হয়। আশুলিয়া থানার উপ পরিদর্শক সুদীপ কুমার গোপ বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সুত্র জানায়, আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকায় রাকিব শেখ নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ রিক্সার গ্যারেজের ব্যবসা করে আসছে। তবে বেশ কিছু দিন যাবৎ একই এলাকার কথিত যুবলীগ নেতা তার কাছে ৫০ হাজার টাকা চাদা দাবী করে। এছাড়াও গ্যারেজে থাকা প্রতি রিক্সার জন্য প্রতিদিন ৩০টাকা করে চাদা দিতে হবে বলেও হুমকি দেয়। এছাড়াও টাকা না দিলে তাকে প্রান নাশের হুমকি দেয় সোহাও তার লোকজন। পরে এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে।
সুত্র জানায়, কথিত ওই নেতা আশুলিয়া থানা যুবলীগের বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন করে বলে জানা গেছে। এছাড়াও এলাকায় ডিস ব্যবসা দখল ও সন্ত্রাসী কর্মকান্ডেরও অভিযোগ রয়েছে সোহাগের বিরুদ্ধে। যুবলীগ নেতার ছত্রছায়ায় তিনি এসব করেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই) সুদীপ কুমার গোপ বলেন, চাদাবাজীর অভিযোগে সোহাগকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD