শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫৫৫ বার পড়া হয়েছে /

দেশব্যাপী এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে সোমবার (১ আগস্ট) থেকে পর্যায়ক্রমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রবিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এতে বলা হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম শুরু সোমবার থেকে। একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি ও দুই কেজি করে তেল, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD